নিজস্ব প্রতিবেদকঃ
সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- জাতির সূর্য সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্বরণ রেখে বিলাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে শিল্প কলা একাডেমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী প্রমূখ।
প্রসঙ্গত: ১৯৭১ সাল হতে পাকিস্তানি সেনাবাহিনীরা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবিদের হত্যা করেন। তাই আমাদের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ১৪ ডিসেম্বর বাংলাদেশ এইদিনে শহীদ হয়েছেন অসংখ্য শিক্ষাবিদ,চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, কবি, শিল্পী, লেখক, রাজনৈতিক ব্যক্তি,নেতাসহ অনেক বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে হত্যা করেন।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী “তাজউদ্দিন আহমেদ ” “শহীদ বুদ্ধিজীবী দিবস” ঘোষণা করেন।
Leave a Reply