[english_date]।[bangla_date]।[bangla_day]

ঝিকরগাছায় বিনামূল্যে জন্মনিবন্ধনের বিষয়ে সচেতনতামূলক মা সমাবেশ।

নিজস্ব প্রতিবেদকঃ

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এই শ্লোগান সামনে রেখে যশোরের জেলা প্রশাসনের নির্দেশনায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে শিশু জন্মের ৪৫দিনের মধ্যে বিনামূল্যে জন্মনিবন্ধন গ্রহণ বিষয়ে সচেতনতামূলক মা সমাবেশ করা হয়েছে। শনিবার সারাদিন ব্যাপী ঝিকরগাছা সরকারি এম. এল মডেল হাইস্কুল মোবারকপুর মাঠপাড়া সংলগ্ন, কাটাখাল কালীতলা মসজিদ সংলগ্ন, কৃষ্ণনগর খালপাড়া ও মাদরাসাপাড়া সহ মোট ৬টি স্থানে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ জাহারুল ইসলাম।
পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মেঘনা ইমদাদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, বঞ্চিতা যশোরের উপ-পরিচালক মোঃ রিটু হোসেন, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট অ্যাওয়াডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, মোঃ রহমত উল্লাহ, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর, স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথি ইসলাম ও শারমীন সুলতানা শান্তা প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *