[english_date]।[bangla_date]।[bangla_day]

আমতলীতে শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদকঃ

 

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (বুধবার) সকাল ১১টায় শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, বরিশাল বিভাগ এর পরিচালক (উপ-সচিব) ইসরাইল হোসেন।

 

বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, অভিভাবক প্রভাষক গৌতম সরকার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি খান মতিয়ার রহমান, শিক্ষক আসমা দিল আফরোজ, প্রতিষ্ঠানের শিক্ষার্থী ফেরদৌস উর রহমান, মোসাঃ মারিয়া আক্তার প্রমুখ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জণনেত্রীর নামে এ প্রতিষ্ঠানটির মাধ্যমে এ উপজেলার শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা এগিয়ে যাবে। তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তাদের সন্তানদের এ কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি ও পাশ্ববর্তী যে সকল শিক্ষার্থী এখনো ভর্তি হয়নি তাদের সকলকে উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ করেন।

 

উল্লেখ্য এ শিক্ষা প্রতিষ্ঠান শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৪টি ট্রেড ও ৫টি শ্রেণি রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *