নিজস্ব প্রতিবেদকঃ

মোঃতোফায়েল আহমদ রুমেল,কানাইঘাট (সিলেট)প্রতিনিধিঃঃ
কানাইঘাট উপজেলায় ৫ম ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদে নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রার্থীরা তাদের প্রার্থীতা ঘোষণা করছেন। আওয়ামী লীগ মনোনীতসহ , বিদ্রোহী প্রার্থীরা উঠান বৈঠক সহ মাঠে কর্মী সমর্থন নিয়ে সরগরম রয়েছেন।
এদের মধ্যে একজন কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃআব্দুল বাছিত,আং বাছিত গত ৩০শে নভেম্বর কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় তৃণমূল ভোটে নির্বাচিত হলেও সব শেষ চুড়ান্ত ঘোষণায় কেন্দ্র থেকে বাদ পড়েছেন তিনি। তার বদলে সাবেক চেয়ারম্যান আলী হোসেন কাজল কেন্দ্র থেকে সবুজ সংকেত পেয়েছেন। তবে দলীয় প্রার্থী চুড়ান্তের পর মোঃআব্দুল বাছিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃআব্দুল বাছিত প্রতিবেদককে বলেন,আওয়ামীলীগের বিশেষ সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে তৃণমূল আমি ১০ভোটে নির্বাচিত হই। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে আশ্বসত করেন তবে সব শেষ আমাকে প্রার্থী ঘোষণা করা হয়নি কেনো বিষয়টি এখনো বুঝতে পারছি না। ইউনিয়ন ও আমার ওয়ার্ডের মানুষের দায়বদ্ধতা থেকে আমি নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছি।
উল্লেখ্য, আগামী পাঁচ জানুয়ারি ২০২২ ৫ম ধাপে কানাইঘাট উপজেলার ৯ টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতিমধ্যে ৯ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।
Leave a Reply