নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি।
ডুমুরিয়ায় এক ইউপি মেম্বরের নির্দেশে অসহায় দু’প্রতিবন্ধী মেয়েকে মারপিট ও মৎস্য ঘেরে হামলার ঘটনায় থানা পুলিশের দ্বারস্থ হয়েছে রশিদা বেগম নামের এক বিধবা মা । গত সোমবার সকালে উপজেলার মাগুরখালী ইউনিয়নে খাগড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে । থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানা যায় , খাগড়াবুনিয়া গ্রামস্থ মৃত গণি গাজীর বিধবা স্ত্রী রশিদা বেগম ( ৫০ ) তার প্রতিবন্ধী দু’কুমারী কন্যা জায়েদা খাতুন ( ৩০ ) ও শাহিদা খাতুন ( ২৫ ) কে নিয়ে খাগড়াবুনিয়া পুরাতন খেয়াঘাটের পাশে নদী ভরাটি একখন্ড খাসজমিতে বসবাস ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে । এমতবস্থায় ওই জমি জবর দখল ও ভূমিহীন পরিবারটিকে উচ্ছেদ করতে ইউপি সদস্য প্রসাদ মন্ডলের নির্দেশে স্থানীয় আবুল কালাম আজাদ , পিযুষ মন্ডল , নিত্যানন্দ মন্ডলসহ ৫ / ৬ জন ঘটনার দিন সকালে হামলা চালায় । এসময় বাঁধা দিতে গেলে প্রতিবন্ধী জায়েদা , শাহিদা ও তার মা রশিদা বেগমকে মারপিট ও মৎস্য ঘের জবর দখলের পাঁয়তারা চালানো হয় । ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন , এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
Leave a Reply