[english_date]।[bangla_date]।[bangla_day]

ধামইরহাটে আরাফাত রহমান কোকো পরিষদের অফিস ভাঙচুর।

নিজস্ব প্রতিবেদকঃ

 

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ), প্রতিনিধিঃ-

গত ২ ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন অবস্থিত আরাফাত রহমান কোকো পরিষদের অফিস ঘরে লিখা আরাফাত রহমান কোকো পরিষদ ও ধানের শীষের প্রতীক দুর্বৃত্তরা ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উক্ত কোকো পরিষদের সভাপতি মোঃ ফরহাদ হোসেন জানান, গত ২ ডিসেম্বর মধ্যরাতে এলাকার কিছু চিহ্নিত অপরাধীরা এই অপকর্ম করেছে আমি এর বিচার চাই।

আরাফাত রহমান কোকো পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ আবু তাহের চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই এলাকার কিছু চিহ্নিত ব্যক্তি ইতিপূর্বে যারা ওই পরিষদের গেটে তালা লাগিয়েছে এবং টাইলস দিয়ে লিখা নাম এবং ধানের শীষ প্রতীক ভেঙ্গে দিতে চেয়েছে, এটা তাদেরই কাজ। তিনি সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবী জানান, তদন্তপূর্বক এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *