নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।
খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও বেষ্ট অফিসারদের সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। গত রোববার দুপুরে জেলার শিরোমনিস্হ পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের নভেম্বর২১ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমন, মাদক চোরাচালান রোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় ইন্সপেক্টর ক্যাটাগরিতে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান,টিআই ক্যাটাগরিতে জেলা ট্রাফিক বিভাগের টিআই মোঃ মশিউর রহমান, সাব-ইন্সপেক্টর (এসআই) ক্যাটাগরিতে ডুমুরিয়া থানার এসআই(নিঃ) মোঃ হামিদুল ইসলাম,এবং দিঘলিয়া এএসআই(নিঃ) ক্যাটাগরিতে এএসআই(নিঃ) শেখ মহিববিল্লাহ কে বেস্ট অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
Leave a Reply