[english_date]।[bangla_date]।[bangla_day]

ধামইরহাটে ইউপি নির্বাচনে প্রার্থীদের ভাগ্য পরীক্ষা ২৬ শে ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটের ৮ টি ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারনা। সরকারি ঘোষণা অনুসারে চতুর্থ ধাপে এই উপজেলার প্রার্থীদের নির্বাচনি ভাগ্য পরীক্ষা নির্ধারণ হবে আগামী ২৬ ডিসেম্বর। আর প্রতিক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর। ইতোমধ্যে প্রার্থীদের ভাল-মন্দ, দোষগুন নিয়ে আলোচনা-সমালোচনা, জল্পনা-কল্পনায় মুখরিত এলাকাবাসী। প্রার্থীরাও নিজ নিজ যোগ্যতা তুলে ধরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। এলাকার উন্নয়ন নিয়ে নানান রকম প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। ভাগ্য নির্ধারণ এখন মাত্র সময়ের অপেক্ষা। উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে বর্তমান চেয়ারম্যানগণসহ নতুন কিছু মুখ দেখা গেছে। তাঁরা সবাই নির্বাচনী যুদ্ধে চুড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রার্থীদের নিজ নিজ এলাকায় কর্মী সমাবেশ, উঠান বৈঠক, গণসংযোগ সহ নির্বাচনী প্রচার-প্রচারণায় বিভিন্ন হাট-বাজার, মোড়, গ্রামগঞ্জ, দোকানপাট ও চা-স্টলে প্রার্থীদের পদচারণা শুরু হয়েছে । উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, এ উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৪শ ১৮ জন। পুরুষ ভোটার রয়েছে ৬৯ হাজার ৩শ ১ জন। আর নারী ভোটার রয়েছে ৬৯ হাজার ১শ ১৭ জন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *