নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
মঙ্গলবার সাতক্ষীরার
শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে
খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে ভর্তুকীমূল্যে কৃষি
যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সুত্রে প্রকাশ, অনুষ্ঠানে ভর্তুকীমূল্যে বিতরণকৃত কৃষি
যন্ত্রপাতির মধ্যে ছিল ৪টি কম্বাইন হারবেষ্টার মেশিন, ১টি থ্রেসার মেশিন
ও ১টি ধান লাগানো মেশিন। ৪টি কম্বাইন হারবেষ্টার মেশিন যার মূল্যে ২৫
লক্ষ ৫০ হাজার টাকা। কৃষকরা পরিশোধ করেছেন ৮ লক্ষ টাকা । জানা যায়,
বাঁকী টাকা সরকার ভর্তুকী দিয়েছেন। ১টি থ্রেসার মেশিন যার মূল্যে ১ লক্ষ
৩০ হাজার টাকা। কৃষক পরিশোধ করেছেন ৬০ হাজার টাকা। ১টি ধান লাগানো মেশিন
যার মূল্যে ৪ লক্ষ ২০ হাজার টাকা। কৃষক পরিশোধ করেছেন ১ লক্ষ ২০ হাজার
টাকা। জানা যায়, কৃষি যন্ত্রপাতি ক্রয় মূল্যে সরকার শতকরা ৭০ ভাগ
ভর্তুকী দিচ্ছেন ও কৃষক শতকরা ৩০ ভাগ টাকা পরিশোধ করছেন।
কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
এস এম আতাউল হক দোলন, উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল হক, উপজেলা ভাইস
চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,
উপজেলা সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ,কৃষকবৃন্দ প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম জানান , ভর্তুকী মূল্যে কৃষি
যন্ত্রপাতি হারবেষ্টার মেশিন ক্রয় কৃত কৃষকবৃন্দ হলেন শ্যামনগর উপজেলার
ইছাকুড় গ্রামের কৃষক আঃ গফুর, রুদ্রপুর গ্রামের রমজান হোসেন ও আব্দুর
রহমান, দেউলিয়া গ্রামের রেজাউল করিম। ধান লাগানো মেশিন ক্রয় করেছেন
রামজীবনপুর গ্রামের মাহমুদুল হাসান।
ছবি- শ্যামনগরে ভর্তুকী মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর
করছেন উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন সহ অতিথিবৃন্দ
Leave a Reply