[english_date]।[bangla_date]।[bangla_day]

মধুপুুরে দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন।

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 

 

টাঙ্গাইলের মধুপুরের দুই ইউনিয়নের দুই বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়ালেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সড়ে দাড়ানোর ঘোষণা দেন।

জানা যায়, মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনয়ন দেয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিককে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম। আলোকদিয়া ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদ তালুকদার দুলাল। দলের সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মমিনুল হক মুকুল। আজহারুল ইসলাম ও মমিনুল হক মুকুল দু’জনেই পৃথকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। তাঁরা নৌকার বিজয়ের জন্য আগামী দিনগুলো কাজ করবেন বলে ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *