নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃঃ
বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নিজস্ব কার্যালয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যানপদ প্রার্থীদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র বিতরণ করা হয়।
মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি ওউপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি
এ. কে ফজলুল হক।বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগি সংগঠনের
নেতৃবৃন্দ প্রমুখ।অনুষ্ঠানে আসন্ন ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যানপদ
প্রার্থী হিসাবে প্রধানমমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র গ্রহণ করেন কাশিমাড়ী ইউপিতে মোঃ শমসের আলী ঢালী, নুরনগর- মোঃ
বখতিয়ার আহম্মেদ, কৈখালী- মোঃ রেজাউল করিম, রমজাননগর- মোঃ শাহনুর আলম,
মুন্সিগঞ্জ- অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী- ভবতোষ কুমার মন্ডল, আটুলিয়া-গাজী কামরুল ইসলাম, পদ্মপুকুর- এস এম আতাউর রহমান ও গাবুরা ইউপিতে জি এমশফিউল আযম লেনিন।
মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি বক্তব্যে সকলকেঐক্যবদ্ধ হয়ে সব ভেদাভেদ ভূলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতিক
নৌকার পক্ষে সকল নেতা কর্মীদের কাজ করার আহব্বান জানান এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড ঘরে ঘরে প্রচারের আহব্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার সহ উপজেলা, ইউনিয়ন,ওয়াড পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
ছবি- শ্যামনগরে ইউপি নির্বাচনে নৌকা প্রতিক প্রাপ্তদের মাঝে জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র বিতরণ করছেন অতিথিবৃন্দ ।
Leave a Reply