নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি ।
খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪ টি ইউনিয়নের নব-নির্বাচিত ৪২ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও নারীনেত্রী শারমিনা পারভীন রুমার পক্ষ হতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ লক্ষ্যে আজ সোমবার (২২নভেম্বর) দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিসেস নিশা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন, ডুমুরিয়া সদর ইউনিয়নের হ্যাট্রিক বিজয়ী সদস্যে আরজীনা বেগম,মাগুরাঘোনা ইউনিয়নের সদস্য তৃতীয় লিঙ্গের শাহিদা বিবি সহ অন্যান সদস্য বৃন্দ। অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত জন সংরক্ষিত সদস্যেদের সবাইকে সম্মানা স্বারক হিসেবে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডুমুরিয়া উপজেলায় নারী নেতৃত্ব বিকশিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে চলেছেন উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা।তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন বলে জানা গেছে।
Leave a Reply