[english_date]।[bangla_date]।[bangla_day]

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

দেশে ডিজেল-কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাঘাইছড়ি বিএনপির উপজেলা,পৌর ও অঙ্গ সহযোগী সংগঠন।

 

শনিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চৌমুহনী ও উপজেলা সদর এবং বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় নির্দেশনায় লিফলেট বিতরণ করা হয়।

 

লিফলেট বিতরণ কার্যক্রমে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা, উপজেলা বিএনপি নেতা মোঃ ওমর ফারুক, উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুর সবুর, সদস্য সচিব মোঃ মামুন,ওমর ফারুক, নুর উদ্দিন রাজু, মোঃ হুমায়ুন রশিদ, জিন্নাত আলী, মোঃ হাবিব’সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

বিএনপি নেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। বাস ভাড়া বৃদ্ধি সরকারের সাজানো নাটক হিসেবে অভিহিত করে উপজেলা বিএনপির নেতারা আরও বলেন, তাদের দাবি অনতিবিলম্বে ডিজেল-কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *