[english_date]।[bangla_date]।[bangla_day]

গজারিয়ায়য় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অর্ন্তগত ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

সমাপনী পরীক্ষার্থীদের উদ্যোগে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে

বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এ ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।

 

অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহা আলম।

 

স্বাগত বক্তব্য রাখেন ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রওশন আরা।

 

অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন বালুয়াকান্দি ইউনিয়ন যুবলীগের নেতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শাহআলম প্রধান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ফরিদা পারভী,সীমা আফরোজ প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহা আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোন বিকল্প নেই। একজন শিক্ষকই পারে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে। শিক্ষার্থীদের প্রতিভাকে জাগিয়ে তোলার জন্য মূল শিক্ষার পাশাপাশি অন্যান্য কার্যক্রম থাকা দরকার। এ সকল সুবিধাই বিদ্যমান প্রযুক্তি নির্ভর এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে।

 

স্বাগত বক্তব্যে অত্র প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রওশন আরা বলেন, পড়ালেখার পাশাপাশি বিনোদন এর প্রয়োজন রয়েছে তার অংশ হিসেবে ক্লাস পার্টি আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

 

সভাপতির বক্তব্যে আমিরুল ইসলাম নয়ন

বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ায় অংশগ্রহণ করতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, “শেখানোর পূর্বশর্ত হল আগে নিজেকে শিখতে হবে”।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *