[english_date]।[bangla_date]।[bangla_day]

লালমনিরহাটে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস্ ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মাসুদ রানা রাশেদঃ

 

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (দ্বিতীয় সংশোধিত ) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সেলস্ ও ডিসপ্লে সেন্টার উদ্ভোধন করা হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্রয় ও বিপণন কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক আইজিএ প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়নে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য,আইজিএর প্রশিক্ষিত নারী ও বিভিন্ন নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসামগ্রী বিক্রয় প্রদর্শনীর জন্য জেলা পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের তৃতীয় তলায় সেলস্ ও ডিসপ্লে সেন্টার স্থাপন করা হয়েছে । এই সেলস্ ও ডিসপ্লে সেন্টার জেলার নারীদের ক্ষমতায়নে ও পিছিয়ে পড়া নারীদের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন জেলা প্রশাসক আবু জাফর।

উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সালমা জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডঃ সফুরা বেগম রুমী, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *