[english_date]।[bangla_date]।[bangla_day]

ভান্ডারিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদকঃ

এম এফ এইচ রাজু

পিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে পৌর শহরের মাওলানা আব্দুর রব সড়কের আল আরাফা ব্যাংক সংলগ্ন জৌনপুরী মাহমুদী বেডিং স্টোর থেকে আগুনের সুত্রপাত হয়। এতে সানিয়া ফ্যাসন ও ভয়েজ কালেকশন নামের আরো দুটি গামেন্টর্সর দোকান পুড়ে যায়। খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌছে প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

 

জৌনপুরী মাহমুদী বেডিং স্টোর এর মালিক শাহিন সরদার জানান, শীত মৌসুম আসায় আমি পর্যাপ্ত পরিমানে লেপ, তোষক, মশারি, তুলা সহ শীত সামগ্রী সংগ্রহ করি। কিন্তু বিক্রির শুরুর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। আমার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সানিয়া ফ্যাসনের মালিক শাহ আলম আকন জানান, সামনে শীত আসায় আজকেও শীতের পোশাক সহ গার্মেন্সের মালামাল ঢাকা থেকে সংগ্রহ করি। কিন্তু সে মালামাল আমি নিজ চোখে দেখতেও পারি নাই। লট খোলার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবী করেন তার প্রায় সাত লক্ষ টাকার পোশাক সামগ্রী পুড়ে যায়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারিভাবে তাদের সহযোগিতার চেষ্টা করা হবে।

 

ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. পারভেজ আহমেদ জানান, খবর পেয়ে ভান্ডারিয়া স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ক্ষয় ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি। তবে স্থানীয়দের ভাষ্যমতে এ অগ্নিকান্ডে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *