[english_date]।[bangla_date]।[bangla_day]

ময়মনসিংহের নাট্য ব্যাক্তিত্ব ৭৩ বছরের মাহমুদ সাজ্জাদ আর নেই। 

নিজস্ব প্রতিবেদকঃ

খালেদ খুররম পারভেজ ।

অক্টোবর ২৪, ২০২১ ময়মনসিংহের কৃতি সন্তান নাট্য ব্যাক্তিত্ব মাহমুদ সাজ্জাদ চলে গেছেন না ফেরার তিনি ছিলেন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের ছাত্র। বর্তমান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু’র বড় ভাই ও সাবেক বিটিভির মহাপরিচালক ম হামিদের ছোট ভাই।

 

আজ বিকালে তিনি চিরকালের জন্য পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিয়েছেন।

 

উল্লেখ্য মাহমুদ সাজ্জাদ করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে আইসিইউতে রাখা হয়েছিল।করোনা টেষ্টে তার পজিটিভ আসে পরে আবার তার করোনা নেগেটিভ আসে।কিন্তু তার পর থেকে শারীরিক জটিলতা দেখা দেয়। করোনা পরবর্তী জটিলতায় তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়। তখন থেকে সেখানে ৫৪ দিন আইসিউইতে ছিলেন এই অভিনেতা।

 

মাহমুদ সাজ্জাদ প্রথম অভিনয় করেন জহির রায়হান পরিচালিত ‘সংসার’ সিনেমায়। এরপর খান আতাউর রহমান পরিচালিত ঝড়ের পাখি, আপন পর, আজিজ আজহারের চোখের জলেসহ আরও কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

 

বিটিভির সাড়া জাগানো নাটক সকাল-সন্ধ্যা তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক।

 

মাহমুদ সাজ্জাদ নাট্যচক্র নাট্যদলের সঙ্গে জড়িত ছিলেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে। এই দলের হয়ে অভিনয় করেছেন বিভিন্ন নাটকে যার মধ্যে লেট দেয়ার বি লাইট, স্পার্টাকাস, জনকসহ অনেক নাটকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *