নিজস্ব প্রতিবেদকঃ

এস.এম.আরফান আলী।
শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। বাংলাদেশ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পরিচিত।
সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।
দিনটি উদযাপন উপলক্ষে সরকারি ছুটির দিন ধার্য করা হয়েছে ২০ ই অক্টোবর। পবিত্র ঈদ -ই- মিল্লাদুন্নবী উপলক্ষে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার “শ্রীবরদী সরকারি কলেজে” আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় কলেজের হলরুমে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রছাত্রীদের মাঝে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীবরদী সরকারি কলেজের
অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. আলিফ উল্লাহ আহসান। এবং সভাপতিত্ব করেন অত্র কলেজের উপাধ্যক্ষ আক্রাম হোসাইন। এছাড়াও কলেজের শিক্ষক কর্মকর্তা,কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply