[english_date]।[bangla_date]।[bangla_day]

শাজাহানপুরে পেঁয়াজ-পাট উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদকঃ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় নাবী পাট ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে ২ ব্যাচে কৃষকদের দিন ব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বনানী আয়োজনে উপজেলার প্রান্তিক কৃষকদের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের গুরুত্ব, গ্রীষ্মকালীন পেঁয়াজের উন্নত জাত পরিচিতি ও বৈশিষ্ট্যসমহ, গ্রীষ্মকালীন পেঁয়াজের আধুনিক প্রযুক্তি, পেঁয়াজের ক্ষতিকারক পোকামাকড় প্রতিরোধে ব্যবস্থাপনা এবং পেঁয়াজের রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলমের সার্বিক ব্যবস্থাপনায় কৃষক প্রশিক্ষণে ছিলেন বগুড়া খামারবাড়ি বানানী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) এ কে এম মফিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা চমন আরা আফরোজ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির,ফারহানা আফরোজ সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

 

উল্লেখ্য- এর আগে গত ১৭ সেপ্টেম্বর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরের উপজেলার ৮৫ জন কৃষককে পেঁয়াজ ও ৩০ জন নাবী পাট বীজ, সার, কীটনাশক, পলিথিন সহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *