[english_date]।[bangla_date]।[bangla_day]

কাপ্তাই চিৎমরম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মার্মার হত্যার বিলাইছড়িতে মাসসে’র তীব্র প্রতিবাদ ।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি(রাঙ্গামাটি)­ প্রতিনিধিঃ

কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মার্মাক(৬৫)কে গুলি করে হত্যা করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিলাইছড়ি উপজেলা মার্মা সংস্কৃতি সংস্থা ( মাসস্)।

 

আজ ১৯ অক্টোবর২০২১ ইং রোজঃ- মঙ্গলবার মাসসের সভাপতি চাথোয়াই মার্মা ও সাধারণ সম্পাদক মংথুইপ্রু মার্মার যৌথ স্বাক্ষরে প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলাইছড়ি উপজেলা শাখা মাসস্ এর পক্ষ হতে আমরা এই মর্মে প্রতিবাদ জানাচ্ছি যে, গত- ১৬.১০.২০২১ ইং দিবাগত রাত আনুমানিক ১.৩০ (১ টা ৩০ মি.) ঘটিকার সময় রাঙ্গামাটি’র কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বাবু- নেথোয়াই মার্মা (৬৫) কে বা কাহারা ব্রাশ ফায়ার করে হত্যা করে।

 

এই নৃশংস এবং অগণতান্ত্রিক কর্মকাণ্ড আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে তীব্র প্রবাবিত করবে বলে আশঙ্কা প্রকাশ করছি।

তাই ঘটনাকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তাই অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোর আহ্বান জানান।

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *