নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিনিধি ।
সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন , ধর্ম যার যার উৎসব সবার । অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সরকার সাম্য ও সম্প্রীতি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে । দেশে কিছু দুষ্ট চক্র শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে চক্রান্ত করছে । সকলকে সতর্ক থাকতে হবে । অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে । শুক্রবার বিকেলে শারদীয় দুর্গা উৎসবের বিজয়া দশমীতে ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের কদমতলা সার্বজনীন পূজা মন্দিরের আয়োজনে ঘ্যাংরাইল নদীতে গ্রাম • বাংলার ঐতিহ্যেবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন । মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ পদ মণ্ডলের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ ওবাইদুর রহমান , সাবেক চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য , সরদার আব্দুল গনি , প্রভাষক সুশীল মণ্ডল , জিয়েলতলা আশ্রমের অধ বৃক্ষ নারায়ন গোস্বামী , নওশের বাগাতি , অশোক সরকার , কামরুজ্জামান টিপু , তিমির মণ্ডল , জিলুর রহমান প্রমুখ । প্রতিযোগিতায় প্রথম হয়েছে দিপালী মণ্ডলের রিয়া পাইকগাছা এবং দ্বিতীয় হয়েছে পঙ্খীরাজ কপোতাক্ষ । বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ।
Leave a Reply