[english_date]।[bangla_date]।[bangla_day]

নড়াইলের কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষঃ আহত ১০।

নিজস্ব প্রতিবেদকঃ

নড়াইল প্রতিনিধিঃ

স্থানীয় আধিপত্য বিস্তারকে কেদ্র করে নড়াইলের কালিয়া পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃস্পতিবার (১৪অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পৌরশহরের ছোট কালিয়ার মোড়ে ঘটেছে ওই সংঘর্ষের ঘটনা। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সেলিম রেজা ইউসুফ গ্রুপের মধ্য দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দ্বদ চলে আসছিল। ওইদিন সকাল ১১ টার দিকে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ছোটকালিয়ার মোড় জামে মসজিদের পাশের এক খন্ড সরকারি জমি পরিমাপ করতে গেলে পরিমাপ দেখতে সেখানে ওই দুই গ্রুপের সমর্থকরাও জড়ো হয়। জমি পরিমাপের এক পর্যায়ে দুই গ্রুপের সমর্থকদের মধ্য কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষৈ উভয় গ্রুপের আল ইমরান শেখ(২৫), মো. ইনামুল হক (২৮), আশিক শিকদার (২৫), তালিব শেখ (২০), আব্দুল্লাহ শেখ (১৯), রবিউল শেখসহ (৩৫) দশ জন আহত হয়েছে।

এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনা স্থলে পুলিশ মাতায়ন করা হয়েছে।

কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বাংলানিউজকে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ অভিযোগ করনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *