[english_date]।[bangla_date]।[bangla_day]

রামগড় পৌর নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ।

নিজস্ব প্রতিবেদকঃ

রামগড় প্রতিনিধি ।

 

খাগড়াছড়ির রামগড় পৌরসভার নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

সোমবার (১১অক্টোবর) যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তাদের মনোয়নপত্র বাতিলের ঘোষণা করে।

 

বাতিলককৃতরা হলেন ৫নং ওয়ার্ড চৌধুরী পাড়ার কাউন্সিলর প্রার্থী নাজিম উদ্দীন ৯ নং ওয়ার্ড কাউন্সিল পদ প্রার্থী সুলতান সালাউদ্দিন সুমন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

রামগড় পৌর নির্বাচনে কাউন্সিল পদে ৩৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা করেন। তাদের মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে দুই প্রর্থীর। বৈধ ঘোষণা করা হয়েছে ৩৪ জনের। সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ৯ জনের সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

 

মেয়র পদে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী রফিকুল আলম কামালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

নারী কাউন্সিলর পদে এখানে মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭ জনের মাঝে ২৫ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।আগামী ২রা নভেম্বর রামগড় পৌরসভায় ইভিএম পদ্ধতি ব্যবহার করে ভোট অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *