নিজস্ব প্রতিবেদকঃ

মীরসরাই (চট্টগ্রাম) থেকে মো: হামিদুর রহমান তুষার।
১০অক্টোবর (রবিবার) দুপুর ১২:০০ ঘটিকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর কর্ণফুলী রেজিমেন্টের “মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ” বিএনসিসি প্লাটুন উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনিজনিয়ার মোশাররফ হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি, এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর মোঃ শরীফুজ্জামান, ভারপ্রাপ্ত অধিনায়ক বিএনসিসি কর্নফুলী রেজিমেন্ট, মোহাম্মদ সোহরাব হোসেন, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সহ মীরেসরাই উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ সকলস্থরের নেতাকর্মী।
অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি’র একদল চৌকষ ক্যাডেটদের দেয়া গার্ড অফ অনারের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি কে সম্মাননা দেন পরবর্তীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিএনসিসি’র পতাকা উত্তোলন ও বিএনসিসি অফিসে ফিতা কেটে প্লাটুনের উদ্বোধন করেন। সবশেষে একটি আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Leave a Reply