[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়া জমে উঠেছে পূজার বাজার ।

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিনিধি,সরদার বাদশা।

 

 

ছবির ক্যাপশন সনাতন ধর্মাবলম্বীরা দুর্গা পূজা উপলক্ষে ক্রেতা দোকানে ক্রয় করছেন করছেন।

 

 

আর ২দিন পর সনাতন সম্প্রদায়ের সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপূজা । আগামী ১১ অক্টোবর সোমবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা । সনাতন সম্প্রদায়ের সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপূজার এ উৎসবকে ঘিরে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর শহরে জমে উঠেছে পূজার বাজার । পূজার দিনক্ষণ ঘনিয়ে আসায় চুকনগর আদর্শ শপিং কমপ্লেক্স এন্ড গার্মেন্টস, মমতা বস্ত্রলয় এন্ড গার্মেন্টস, পপুলার গার্মেন্টস এন্ড বস্ত্রলয়, সহ কাপড় দোকান গুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়, চুকনগর শহর একটা ট্রানজিট পয়েন্ট যার কারণে এখানে অনেক দূর থেকে যেমন সাতক্ষীরা ,পাটকেলঘাটা , তালা, পাইকগাছা, ডুমুরিয়া, কেশবপুর, মনিরামপুর, নোয়াপাড়া, কলাগাছি , খুলনাসহ অনেক জায়গা থেকে ক্রেতারা তাদের পছন্দনীয় কাপড় সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য চুকনগর শহরে আসছে মার্কেটগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় করছেন ক্রেতারা । সরেজমিন ঘুরে দেখা গেছে , চুকনগর দোকানগুলোতে কাপড় ও জুতার বিপুলসংখ্যক ক্রেতা পূজার কেনাকাটা করছেন । বিপণিবিতানগুলোতে নারী ক্রেতাদের পাশাপাশি শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতো । সামর্থ্যের মধ্যে পছন্দের জামা , কাপড় , শাড়ি , জুতা ও প্রসাধনী সামগ্রী কিনে খুশিমনে বাড়ি ফিরছেন সবাই । মমতা গার্মেন্টসের স্বত্বাধিকারী মহাদেব পাল জানান এবারের পূজাতে হিন্দু নারীরা সবচেয়ে বেশি কিনছেন শাড়ি ৭০০টাকা থেকে ৩৫০০প্রযন্ত ক্রয় করছে ক্রেতারা এছাড়া পুরুষেরা তাদের পছন্দের জিন্সের প্যান্ট , শার্ট , টি – শার্ট ও পাঞ্জাবি ক্রায় করছেন । শিশুদের আগ্রহ দেখা গেছে জিন্সের হাফপ্যান্ট , জামা ও গেঞ্জির প্রতি । অপরদিকে তরুণীরা কিনছেন বিভিন্ন নামের থ্রি পিস । তাই রেডি ও আনরেডি থ্রিপিচের দোকানের চেয়ে শাড়ি ও পাঞ্জাবীর দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা বেশি । বিশেষ করে শাড়ি ও জুতার দোকানগুলোতে নারী ও শিশুদের ভিড় লক্ষ্যণীয় । আদর্শ শপিং কমপ্লেক্স পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে এসেছেন প্রসেনজিৎ কুমার মন্ডল । তিনি বলেন , পূজাতে নারীদের শাড়িই পছন্দ বেশি । তাই একটি জামদানী অথবা কাতান শাড়ি কিনতে মার্কেটে এসেছি । গোবিন্দ ঘোষ বলেন , পূজা উপলক্ষে প্রায় সব দোকানেই পছন্দসই পোশাক পাওয়া যাচ্ছে । তবে দামটা গত বছরের তুলনায় কিছুটা বেশি । কলেজছাত্রী পূর্ণিমা হালদার জানান , থ্রি – পিস পরে সহজেই চলাফেরা করা যায় । তাই পূজা উপলক্ষে এবার তিনি দুটি থ্রি – পিস কিনেছেন , মিসেস রহিমা গার্মেন্টস এন্ড বস্ত্রালয় স্বত্বাধিকারী জিয়াউর রহমান (জিয়া) বলেন , এবার পূজা উপলক্ষে অনেক ক্রেতা আসছেন । গত কয়েক দিন যাবৎ বেচাকেনা খুব ভালো । দুর্গাপূজা ঘনিয়ে আসার সাথে সাথে বিক্রির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *