নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার “শিশুর জন্য বিনোয়োগ করি , সমৃদ্ধ বিশ^ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শুক্রবার বিকালে শ্যামনগর উপজেলায় পরিত্রাণের আয়োজনে মুন্সিগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে বিশ^ শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনাসভা সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়।
এনসিটিএফ শ্যামনগরের সহযোগিতায় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে গান,নাচ, কৌতুক, কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে উপজেলা এনসিটিএফ সভাপতি লক্ষ্মী সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বনশ্রী শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক জি এম ফরিদ হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিত্রানের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন। এনসিটিএফ এর সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহের পরিচালনায় আলোচনাসভাশেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ছবি- শ্যামনগরে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ পালিত।
Leave a Reply