[english_date]।[bangla_date]।[bangla_day]

৪০ বছর ধরে সুনামের সাথে টিকে আছে ইউপি সদস্য মহিউদ্দিন।

নিজস্ব প্রতিবেদকঃ

মীরসরাই (চট্টগ্রাম) থেকে মোঃ হামিদুর রহমান তুষার

 

১৯৮২ থেকে ২০২১ সাল পর্যন্ত মিরসরাই উপজেলার অন্যতম ১ নং করেরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সদস্য আলহাজ্ব মহিউদ্দিন মেম্বার। তিনি অত্র ওয়ার্ডের ছয়বার নির্বাচিত জনপ্রতিনিধি। এছাড়াও তিনি ৩০ বছর ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

 

নির্বাচনের তফসীল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তোড়জোড় বেড়েছে। ইতিমধ্যে অনেক চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী ইতিমধ্যে আগাম প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। বাড়ি বাড়ি কুশল বিনিময়ও করছেন অনেকেই।

 

ইতিমধ্যে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমুলক কর্মকান্ডের সাথে জড়িত আছেন। গত নির্বাচনে জয়লাভ করে তিনি এলাকায় সড়ক,কালভার্টসহ বিভিন্ন ধরণের উন্নয়ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। এছাড়া তিনি অসংখ্য শিক্ষাপ্রতিষ্টানের সাথে জড়িত থেকে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাছাড়াও এলাকার তরুণদের খেলাধুলায় সহযোগিতা, অসহায় দরিদ্র মেয়ের বিয়ে সহযোগিতা সহ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে এলাকাবাসীর দৃষ্টিগোচর হয়েছেন।

 

তিনি পূর্ণরায় নির্বাচিত হলে ৬নং ওয়ার্ডকে ডিজিটাল সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ ইভটিজিং রোধে কাজ করবেন বলে জানান। তিনি আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে পূণরায় প্রার্থী হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এক্ষেত্রে তিনি দলমত নির্বিশেষে সকলের দোয়া এবং সমর্থন কামনা করেছেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *