[english_date]।[bangla_date]।[bangla_day]

রংপুরে স্কুলছাত্রীকে অপহরণ এবং ধর্ষণ,মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড।

নিজস্ব প্রতিবেদকঃ

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে মেহেদী হাসান রাব্বি নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ অক্টোবর) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক জাবিদ হোসেন এই রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগে জানা গেছে, রংপুর নগরীর ধাপ শ্যামলী লেন এলাকায় পরিবারের সঙ্গে থাকতো ভুক্তভোগী শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের সময় মাঝে মাঝেই তাকে উত্ত্যক্ত করতো একই এলাকার মেহেদী। ২০১৮ সালের ৭ জুলাই প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় সে। এ ঘটনায় তিন দিন পর ভুক্তভোগীর বাবা কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মেহেদী তাকে নয় দিন একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে। ১৭ জুলাই ঢাকার আশুলিয়া থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তদন্ত শেষে মেহেদীসহ পাঁচ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ধর্ষণের দায়ে মেহেদীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। সেই সঙ্গে চার জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মেহেদী পলাতক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী খন্দকার রফিক হাসনাইন জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ রায়ে আমরা ও ভুক্তভোগীর পরিবার সন্তুষ্ট।

এদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল রউফ বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *