নিজস্ব প্রতিবেদকঃ

জিল্লুর রহমান, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
আসন্ন ইউপি নির্বাচনে ধুনট সদর ইউনিয়নে আবারও এসএম মাসুদ রানাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ভোটাররা। ভোটের তফসিল ঘোষনা না হলেও সাধারন ভোটারদের মাঝে তাদের জনপ্রিয় প্রার্থী এসএম মাসুদ রানার নাম যেন মুখের বুলি হয়ে উঠেছে।
সরে জমিনে ধুনট সদর ইউনিয়ন ঘুরে দেখা যায়, ভোটের তারিখ ঘোষনা না হলেও সাধারন ভোটারদের মাঝে দেখা দিয়েছে ভোটের আমেজ। আর এই আমেজেই ছড়িয়ে পেড়েছে হাট-বাজার, চায়ের দোকানসহ সব স্থানে। ধুনট সদরের ভোটারদের মুখে এখন যেন তাদের জনপ্রিয় প্রার্থী মাসুদ রানা নাম মুখের বুলি হয়ে উঠেছে। বথুয়াবাড়ী গ্রামের ভোটার বারীক জানান, সাবেক চেয়ারম্যান এসএম মাসুদ রানা যখন চেয়ারম্যান হয়েছিলো তখন যে পরিমান এলাকায় উন্নয়ন হয়েছে তা অন্য কোন চেয়ারম্যান করতে পারে নাই। বাড়ি বাড়ি গিয়ে সে সবার খোজ খবর নিয়েছে। তাই সে যোগ্য ব্যাক্তি তাকে আমরা আবারও চেয়ারম্যানের আসনে বসাবো।
বেলকুচি গ্রামের বৃদ্ধা হাজেরা বেওয়া জানান, আমার বয়স হয়ে গেছে। ঠিকমতো চলাফেরা করতে পারি না। স্বামি অনেক বছর আগে মারা গেছে। আমরা গরিব মানুষ। মাসুদ যখন চেয়ারম্যান ছিলো তখন সে আমাদের খোঁজ খবর নিয়েছে। আমাদের রিলিফ দিয়েছে। এর আগেও পরে অনেকে চেয়ারম্যান হয়েছে কেউ খোঁজ খবর কিছুই নেয় না। দোআ করি মাসুদ যেন এবারও চেয়ারম্যান হয়। একই গ্রামের বাক্কু মিয়া বলেন, গরিবের দুঃখ শুধু মাসুদ রানাই ভালো বুঝেন। তিনি সব সময় এলাকায় খোঁজ খবর রাখেন। কেউ সমস্যায় পড়লে তার সাধ্য অনুযায়ী সবসময় সহযোগিতা করে আসছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাসুদ রানা খুব ভালো মানুষ। তিনি এবারও বিপুল ভোটে জয় লাভ করবে। এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে।
বিলকাজুলি গ্রামের খোকন মিয়া বলেন, ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মাসুদ রানা। এর আগেও তিনি একবার চেয়ারম্যান হয়েছিলেন। তখন যে পরিমান কাজ করেছেন ও এলাকার খোঁজ খবর এবং গরিব দুঃখিদের দিকে খেয়াল রেখেছেন তা অন্যদের চেয়ে আলাদা। এবার তিনি ভোট করলে বিপুল ভোটে নির্বাচিত হবেন।
চালাপাড়া গ্রামের দেলোয়ার বলেন, আমি একজন সাধারন ভোটার। আমার জানা মতে সাবেক চেয়ারম্যান মাসুদ রানা এলাকাবাসীর নয়নের মণি হয়ে আছেন।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নৌকার মনোনয়ন প্রত্যাশি এসএম মাসুদ রানা বলেন, আমি দলের কাছে নৌকা মার্কার মনোনয়ন চেয়েছি। আশা করছি দল আমাকে নৌকার মার্কার মনোনয়ন দিবে। জনগনের ভালোবাসা নিয়ে ভোট করবো। তাদের ভালোবাসা বুকে নিয়ে যেন তাদের পাশে থাকে কাজ করতে পারি এটাই আমার কাম্য।
Leave a Reply