[english_date]।[bangla_date]।[bangla_day]

রংপুরে অনলাইন পোর্টালের সাংবাদিক চাঁদাবাজির অভিযোগ গ্রেফতার দুই।

নিজস্ব প্রতিবেদকঃ

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

 

রংপুরের পীরগাছার ১নং কল্যাণী ভুমি অফিস পরিকল্পিতভাবে অবরুদ্ধ করার প্রতিবাদের সংবাদকে পুজি করে প্রতারক চক্রের দুইজন কে গ্রেফতার করেছে র‌্যাব ১৩ রংপুরের একটি টহল দল। এঘটনার সাথে জড়িত আরো কয়েকজনকে খুঁজছে তারা। গতকাল বিকেলে ঐ ভুমি অফিসের অভিযোগের ভিত্তিতে র‌্যাব ১৩ এর টহল অপারেশন (সিসি নম্বর ৬৫২/২১) এর সহযোগিতায় মহানগরীর পীরগাছা থানাধীন নব্দীগঞ্জ বাজার থেকে মাহিগঞ্জের তালুক উপাসু গ্রামের ধরনী কান্ত রায়ের ছেলে শ্রী বিজয় রায় কে গ্রেফতার করে। পরে বিজয়ের দেওয়া তথ্যমতে অপর এক অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক এইচ আর বাবু নামে একজন কে গ্রেফতার করে র‌্যাব ১৩।

পরে কথিত ঐ সাংবাদিকসহ ইউনিয়ন যুবলীগ নেতা কে এক লাখ টাকা চাঁদা চাওয়া ও ভয়ভীতি প্রদর্শন এবং ব্লাকমেইল করে ছবি গোপনে তুলে উত্তরের আয়না নামক ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগে নগরীর মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় সোপর্দ করে র‌্যাব ১৩।

অভিযোগকারী ১ নং কল্যাণী ইউনিয়ন ভুমি অফিসের সহায়ক মাহিগঞ্জ এক নং কল্যানী ফতা ২ নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধার মেয়ে জানান, ঐ দুই জন কে গ্রেফতার করেছে র‍্যাব১৩ এর একটি টহল দল। তিনি আরো জানান, ১ নং কল্যানী ভুমি অফিসে মাত্র ২ মাস আগে চাকুরীতে যোগদান করেছেন। আর ঘটনার দিন তিনি ছুটিতে ছিলেন তার মুক্তিযোদ্ধা বাবার চিকিৎসার স্বার্থে রংপুর সিএমএইচ হাসপাতালে। কিন্তু পরে দিন ২৬ সেপ্টেম্বর সকালে বিজয় রায় ফোনে আমাকে ডাকেন অফিসে আসার জন্য।

আমি সাথে সাথেই অফিসে ঢোকা মাত্রই হারুনুর রশিদ বাবুসহ আরো অজ্ঞাতনামা আরো দুই তিনজন আমার ভিডিও করা শুরু করে। পরে তারা আবার মোবাইল ফোন দিয়ে ছবিও তুলে নেয়। এক পর্যায়ে আমাকে তারা বলে ৫০ হাজার টাকা না দিলে আপনার ভিডিও ও ছবি দিয়ে ভুমি অফিসের দুর্নীতির সংবাদ প্রকাশ করা হবে। আমি এই ভয়ে সুদের উপর টাকা নিয়ে তাদের দফায় দফায় ১৪ হাজার টাকা প্রদান করি। এতেও তারা সন্তুষ্ট না হয়ে উত্তরের আয়না নামক একটি অনলাইন পোর্টালে আমার ছবি বড় করে একটি দুর্নীতির সংবাদ পীরগাছার ইউ এন ও এর নামসহ প্রকাশ করে।এবং পরে আরো এক লাখ টাকা চাঁদা দাবি করে। আমি তাদের হাতে পায়ে ধরেও কোনো কিছু না হওয়ায় একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আইনের আশ্রয় লই।

সাংবাদিকতার আড়ালে অপরাধীদের টার্গেট করে এই কথিত সাংবাদিক চক্রটি ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। বেশ কিছুদিন ধরে ভুয়া টেলিভিশনের লোগো ও নামসর্বস্ব পত্রিকার নাম ব্যবহার করে এ চক্রটি তাদের অপরাধ কার্যক্রম চালাচ্ছিল বলে জনান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *