নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নের ২নং ওর্য়াডের ইউপি সদস্য আব্দুর রহমান তত্ত্বাবধানে নির্মিত সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজে অনিয়ম অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার আড়িয়া ইউনিয়নের ২নং ওর্য়াডের মানিকদিপা বিন্নাচাপড় গ্রামে এলজিএসপি’র সিসি ঢালাই রাস্তার কাজে নিম্নমানের ইট খোয়া ব্যবহার বরাদ্দকৃত রড, সিমেন্ট ব্যবহার না করা। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ৮ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ সরেজমিনে তদন্ত করতে যান সেখানে। মানিকদিপা বিন্নাচাপড় গ্রাম হতে ফায়ার রেঞ্জ সংলগ্ন রাস্তা স্থানীয় গ্রামবাসীর উপস্থিতির সামনে অভিযুক্ত ইউপি সদস্য নির্মানাধীন সিসি ঢালাই খুঁড়ে রড, সিমেন্ট ও নিম্ন মানের খুয়া পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ জানান, অভিযোগে ইউপি সদস্যকে দিয়ে রাস্তা খুড়ে রড, সিমেন্ট ও খোয়া অনিয়ম পেয়েছি। আগামীকাল ১২ টার মধ্যে যথানিয়মে রাস্তা পুনঃ ঢালাই করতে হবে। না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম বলেন,
উপজেলা প্রকৌশলী অধিদপ্তর কর্মকর্তাগণের উপস্থিততে রাস্তা ঢালাই নিয়ম থাকলেও উপজেলা প্রকৌশল কোন কর্মকর্তাকে জানানো হয় নাই। এরাস্তা আমাদের অনুমতি ছাড়াই নির্মাণ করছে।
Leave a Reply