[english_date]।[bangla_date]।[bangla_day]

চুকনগর খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

  • সরদার বাদশা, চুকনগর প্রতিনিধি।

 

মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র। মাদক ও চোরাচালান নির্মূল, সড়ক দূর্ঘটনা হ্রাস, সন্ত্রাসী কার্যকলাপ রোধ,মহাসড়কে শৃঙ্খলা রক্ষা,চুরি,ডাকাতি,ছিনতাই এবং চাঁদাবাজি রোধে জন সচেতনতার লক্ষে বাস, ট্রাক,মাহেন্দ্র ও ইজিবাইক মালিক শ্রমিকদের নিয়ে এক সমাবেশের আয়োজন করে খুলনার ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ।

গতকাল বিকাল ৪ টায় ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আ’লীগের সহ-সভাপতি চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এ বি এম সফিকুল ইসলাম। সমাবেশে প্রধান অথিতি বলেন, সরকারি নির্দেশনা ও আইন মেনে সকলকে মহাসড়কে চলাচল করতে হবে।

বিশেষ অতিথিঃ খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট মোঃ রাসেল আহম্মেদ, সাংবাদিক ব্রহ্ম, চুকনগর প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন ,সাধারন সম্পাদক শংকর ঘোষ।

এছাড়াও বক্তব্য রাখেন, খুলনা বাস মালিক সমিতির লাইন সম্পাদক আঃ হাই, বাবুল আক্তার।

চুকনগর অাঞ্চলিক বাস মালিক সমিতির আহবায়ক আনোরুল ইসলাম, সদস্য’ সচিব বিধান চন্দ্র তরফদার, নিতাই নন্দী,

ট্রাক মালিক ও শ্রমিক সমিতির গৌতম ঘোষ,টুটুল,

মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি আলতাপ হোসন, তুহিন, মনিরুল,

ইজিবাইক মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদকর্মীবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন খর্নিয়া হাইওয়ে থানার এসআই মলয়েন্দ্র নাথ রায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *