[english_date]।[bangla_date]।[bangla_day]

অনিমেষ সরকার রিন্টুর সুস্থতা কামনা করে কয়রা উপজেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের বিবৃতি।

নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার সাধারন সম্পাদক অনিমেষ সরকার রিন্টুর পায়ে ইনফেকশন জনিত কারণে অস্ত্রপাচার করা হয়েছে।

গতি ২৫ সেপ্টেম্বর শনিবার খুলনা মহানগরীর কবরখানা মোড়স্থ একটি বেসরকারী ক্লিনিকে অনিমেষ সরকার রিন্টুর পায়ে সফলভাবে অস্ত্রপাচার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে খুলনা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ফকিরহাটে সংঘটিত মারাত্মক সড়ক দূরর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে আসছেন। তার সম্পূর্ণ সুস্থতা কামনা করে বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদের কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, সংগঠনের সভাপতি শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল, সহসভাপতি প্রভাষক ত্রিনাথ মণ্ডল, ইউপি সদস্য মহাশিষ সরদার, কার্ত্তিক কুমার বিবেক, শিক্ষক সুজিত কুমার মিস্ত্রী, পলাশ রায়, সজল পালিত, সুধাংশু মণ্ডল ও সবুজ মণ্ডল। সাধারন সম্পাদক শিক্ষক উদয় মণ্ডল, রামপ্রসাদ সরদার, প্রিয় তোষ বিশ্বাস, ছাত্র ঐক্য পরিষদের উপজেলা আহবায়ক অভিজিৎ মহলদার ও সদস্য সচিব সুদীপ সরকার, শিক্ষক লক্ষ্মণ সরদার, শিক্ষক বিদেশ মণ্ডল, এ্যাডঃ প্রদীপ তরফদার, ডাঃ সুজিত কুমার বৈদ্য, নিরাপদ মুণ্ডা, মুকুুল বিশ্বাস, তন্ময় বিশ্বাস, ডাঃ দীপন কয়াল, ধুর্জ্ঝটি প্রসাদ মাহাতো, শ্যামসুন্দর মণ্ডল, ইন্দ্রজিৎ বর্মণ, পলাশ ঘরামী, রাজীব মণ্ডল, শিক্ষক উৎপল মণ্ডল, স্বপন বিশ্বাস, অসীম মণ্ডল, নিমাই মণ্ডল, কলেজ্যাণ মণ্ডল, অনুপম বিশ্বাস, বিজন মণ্ডল, বিপ্লব মণ্ডল, মিন্টু মণ্ডল, সুমন বিশ্বাস, সুখদেব দাস, আনন্দ চক্রবর্তী, দয়াল মুণ্ডা, বলাই কৃষ্ণ সরদার, সঞ্জিত মুণ্ডা, উজ্জ্বল মুণ্ডা, দেবাশীষ মণ্ডল, মিলন মণ্ডল, পবিত্র মণ্ডল, শিশির বিশ্বাস, ইমন মণ্ডল, প্রসেঞ্জিত মহলদার, অথৈই সাগর, রতন দাস, দেবাশিস মণ্ডল, মিঠুন মণ্ডল প্রমুখ।

 

কয়রা, খুলনা প্রতিনিধি

তারিখ ঃ- ২৯/০৯/২১ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *