[english_date]।[bangla_date]।[bangla_day]

ত্রিশালে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদকঃ

ইমরান হাসান বুলবুল, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে থানা পুলিশের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ত্রিশাল থানা মিলনায়তনে সেকেন্ড অফিসার মোজাম্মেল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার ৬৯টি পূজা কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী শংকর রায়, সাধারণ সম্পাদক শ্রী প্রনব চন্দ্র আচার্য, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রাখাল দাস, কাঠালঁ ইউনিয়ন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী ধন রঞ্জন পাল প্রমুখ।

 

বক্তারা করোনাকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন। যে কোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে বলা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *