[english_date]।[bangla_date]।[bangla_day]

ত্রিশাল সরকারি নজরুল কলেজে শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

ইমরান হাসান বুলবুল, ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

“বিবেধ নয় ঐক্য বন্ধুত্বে মোদের লক্ষ্য” স্লোগানে মুখোরিত ব্যাচ-২০০৪বিএম শাখার শিক্ষার্থীদের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সরকারি নজরুল কলেজের বিজ্ঞান ভবনের সামনে সারা দিনব্যাপী নানা আয়োজন মুখরিত ছিল এই পূর্ণমিলনী অনুষ্ঠান। সারা দেশ থেকে প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন প্রথম বারের মত এই আয়োজনে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে ছিল র‍্যাফেল ড্র।

স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় দেশের সব জেলায়।

আয়োজকরা জানান, শুধু আনন্দ উল্লাসে সীমাবদ্ধ থাকে না ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দুস্থ মানুষের সহায়তায় ছুটে যাই দেশের বিভিন্ন প্রান্তে।

করোনা ক্রান্তিকালীন এই সময়ে দেশের বিভিন্ন জেলায় এবং ১০ জন বন্ধুকে সহায়তা করেছে। পাশাপাশি গত এক বছরে বিভিন্ন সময় মুর্মূষরোগীদের রক্ত দান করেছি।

বন্যা দুর্গত এলাকায় খাদ্য সহায়তা। শীতার্তদের মাঝে মাঝে শীতবস্ত্র বিতরণ করে এ ব্যাচের শিক্ষার্থীরা। ভবিষ্যতেও মানবিক এসব কর্মকাণ্ডে ব্যাচ-২০০৪বিএম শাখার শিক্ষার্থীরা মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *