[english_date]।[bangla_date]।[bangla_day]

বাংলাদেশ মানবাধিকার কমিশন সিংড়া পৌর শাখা কমিটির অনুমোদন।

নিজস্ব প্রতিবেদকঃ

শহিদুল ইসলাম সুইট ,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

বাংলাদেশ মানবাধিকার কমিশন নাটোর জেলার সিংড়া পৌরসভা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের সেক্রেটারী জেনারেল ড, সাইফুল ইসলামের স্বাক্ষরিত অনুমোদন পত্রে সিংড়া পৌর সভার মানবতাবাদী ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়। ২বছর মেয়াদী এই কমিটিতে সিংড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ গোলাম আজমকে সভাপতি,বীর মুক্তিযোদ্ধা পংকজ কুমার ভুট্রার্চাযকে নির্বাহী সভাপতি, সাংবাদিক সৌরভ সোহরাব কে সাধারণ সম্পাদক ও প্রভাষক খালেকুজ্জামানকে যুগ্ন সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন,মোঃ জয়নাল আবেদীন (সহসভাপতি),আশরাফুল ইসলাম (অর্থ সম্পাদক), মেহেদী হাসান তোহা (সাংগঠনিক সম্পাদক),মানুনুর রশিদ (প্রচার ও প্রকাশণা সম্পাদক), এড.নাজমুল হক (আইন বিষয়ক সম্পাদক),মোছাঃ সরাইয়া আক্তার মুক্তি(মহিলা বিষয়ক সম্পাদক), বজলুর রশিদ(সমাজ কল্যাণ সম্পাদক),আঞ্জুমান আরা (আর্ন্তজাতিক সম্পাদক),আব্দুল বারী (দপ্তর সম্পাদক), নাসিদ আলম(সাংস্কৃতিক সম্পাদক), এবং সাংবাদিক আকতার হোসেন অর্পুব (নির্বাহী সদস্য)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *