[english_date]।[bangla_date]।[bangla_day]

কুলাউড়ায় দেওয় ছড়া খালের উত্তর পাশে নদীর চরে অবৈদ ভাবে গাছ রোপণ।

নিজস্ব প্রতিবেদকঃ

কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

 

কুলাউড়া সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের দেওয় ছড়া খালের উত্তর পাশে নদীর চরে ডিসি খতিয়ান জায়গায় উপর অবৈদ ভাবে গাছ রোপণ করা হয়েছে।

 

২০১০সালে গাজিপুর রেঞ্জ এই জায়গায় সামাজিক বনায়ন অনুমোদন দেয়।

 

উপকার ভোগীরা খালের উওর পাশে নদীর চরে গাছ লাগালে স্যানাসি নাইড়ু,ছমলু নাইড়ু,গোপাল রাজভর, গাছের চারা রাতের আঁধারে কেটে পেলে কিছু অংশ গাছ।

 

পরে সমলু নাইড়ু,স্যানাসি নাইড়ু,গোপাল রাজভর, গাছ রোপন করলে উপকার ভোগিরা বাদা দিলে তাদের মামলার হুমকি দেয় তারা।

 

উপকার ভোগিরা গাজীপুর রেঞ্জ সাথে যোগাযোগ করে এবং ফরেস্ট ব্যাবস্থা নিবে বলে জানায় এক সপ্তাহ হয়ে গেছে এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

 

উপকার ভোগি মনির মিয়া বলেন,গত ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে আমাদের সমাজিক বনায়নে গাছের চারা রোপন করতে আসলে সমলু নাইড়ু এবং গোপাল রাজভর বাদা দেয় এবং আমাদের বলে দুই দিনের সময় তাদের দেওয়ার জন্যে। আমরা তাদের কথা শুনে বলি দুই দিনের ভিতরে সমাধান দেওয়া জন্য কোন সমধান না করে পরের দিন তারা গাছের চারা নিয়ে সামাজিক বনায়ন জায়গায় নিজেরা গাছ রোপন করে। আমরা বাধা দিলে আমাদের হুমকি দেয় এবং মামলার ভয় দেখায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *