নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, কক্সবাজার।
কক্সবাজার জেলায় ৯টি উপজেলায় বসবাসরত হাজার হাজার স্থায়ী বাসিন্দা মরণব্যধি কিডনি রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম,ঢাকা সহ দেশ-বিদেশে ডায়াইলসিস নিয়ে যাওয়া হচ্ছে।
কক্সবাজারের জেলায় ডায়ালাইসিস সেন্টার না থাকায়
এসব কিডনি রোগীদের কষ্টের যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে কিডনি রোগি শারিরীক দুর্বল ডায়ালাইসিস ব্যয় বহুল চিকিৎসা তার উপর সপ্তাহে ২/৩ বার ঢাকা চট্টগ্রাম যাওয়া যেন মরার উপর খড়া ঘাঁ হয়ে দাড়িয়েছে
কক্সবাজার জেলায় ডায়ালাইসিস সেন্টার চালুর দাবীতে (১৫ই আগষ্ট বোধবার ) বেলা ১১টার কক্সবাজার পৌরসভা চত্বরে কিডনি রোগী ও রোগীরস্বজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমন্বয়ে মানববন্ধনের আয়োজন করেন।
আজিজুর রহমান রাজু সঞ্চালনা উপস্থিত ডায়ালাইসিস রোগিদের মধ্য হাফেজ সওকত বলেন, আমি দীর্ঘ ২ বছর ধরে মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু গ্রাস করা পর্যন্ত একমাত্র ভরসা ডায়ালাইসিস চট্রগ্রাম গিয়ে সপ্তাহে ৩ বার করে ব্যয় বহুল ডায়লাইসিস করতে করতে এখন আমি নিঃস্ব। আর পারছিনা চট্টগ্রাম গিয়ে ডায়ালাইসিস নিতে আমি চাই কষ্ট থেকে মুক্তি পেতে কক্সবাজার ডায়ালাইসিস সেন্টার চালু করা হউক।
কলিম উল্লাহ্ জানান জীবনের তাগিতে পাড়ি জমিয়েছিলাম উত্তর কুরিয়ায় মাস যেতে না যেতেই মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত হয়ে পড়ি ফিরে আসি দেশে, ইন্ডিয়া সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করলেও কোন সুফল পাইনি। ফলে একমাত্র ভরসা ডায়ালাইসিস, দীর্ঘ ১১ বছর ধরে সপ্তাহে ২ বার করে কক্সবাজার থেকে চট্টগ্রাম গিয়ে ডায়ালাইসিস সেবা নিয়ে আসছি ব্যয় করেছি কোটি টাকার মতো এখন আমি পথের ফকির। কক্সবাজার মতো জনবহুল এবং গুরুরপূরন নগরিতে ডায়ালাইসিস সেন্টার না থাকায় দূরভোগ পোহাচ্ছি প্রতিনিয়ত। কক্সবাজার থেকে চট্টগ্রাম গিয়ে ডায়ালাইসিস করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে।
সচেতন মহলের দাবী কক্সবাজার আন্তর্জাতিক মানের সব হলেও উন্নত মানের চিকিৎসা সেবা হচ্ছেনা।
তাই কিডনি রোগীদের কথা চিন্তা করে অনতিবিলম্বে কক্সবাজার সদরে ডায়ালাইসিস সেন্টার চালুতে জোর দাবী জানান।
Leave a Reply