[english_date]।[bangla_date]।[bangla_day]

সিরাজগঞ্জে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদকঃ

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ।

 

জেনারেশন ব্রেকথ্রু পকল্প – পর্যায় ২ জেমস সেশনের মূলবার্তা সমাজের নারী পুরুষের মধ্যে বৈষম্য নয় চাই সাম্য ও সমতা। সমাজ কর্তৃক আরোপিত নয় বরং দক্ষতা অনুযায়ী পরিবারের সদস্যদের দায়িত্ব পালন করবে নারী ।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজে শেখ কামাল অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর আয়োজনে ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর সহযোগিতায় জেলা শিক্ষা অফিস সিরাজগঞ্জ ও কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি)এর আয়োজনে জেনারেশন ব্রেকথ্রু বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসক ড.ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প পর্যায়২,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল।

 

এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, জেলা শিক্ষা অফিসার মো. শফিউল্লাহ, সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মাধ্যমিক অফিসারগণ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *