নিজস্ব প্রতিবেদকঃ

মনির হোসেন (স্টাফ রিপোর্টার):
প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে রামনারায়ণপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক মরহুম এম এ সাত্তার এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান হেলার এর সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী জয় এম সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী আলামিন ইবনে সাঈদ এবং মোহাম্মদ মোহন।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন রাজীব চন্দ্র ভৌমিক, মোহাম্মদ শাহাবুদ্দিন, মো. ইসমাইল নবী, মো. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মো. বদিউজ্জামান এবং মো. আবুল খায়ের। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রয়াত সকল শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং কর্মচারীদের জন্য দোয়া করা হয়।
তাছাড়া পার্শ্ববর্তী তিনটি এতিমখানার ছাত্রদের দুপুরের খাবার দেয়া হয় এবং কোরান খতম করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাক্তন শিক্ষার্থী রাসেদ বলেন, শিক্ষকদের জন্যে কিছু করতে পারলে অনেক বেশী তৃপ্তি আসে। তাইতো আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
স্কুলটির প্রথম ব্যাচের ছাত্র মহি উদ্দিন জিন্নাহ বলেন, আমরা স্কুলের এসএসসির প্রথম ব্যাচের ছাত্র হিসেবে এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে এবং সবার উপস্থিতিকে ধন্যবাদ জানান। এবং মরহুমদের সবাই দোয়ায় শরিক হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply