নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার মান্দা সদর ইউপির সাহাপুর জংলিপাড়া গ্রামের আব্দুল মাজেদ কবিরাজের বাড়ীতে। আব্দুল মাজেদ কবিরাজ মৃত ওসমান আলীর ছেলে।
একই রাতে মান্দা উপজেলার সদর ইনডেক্স টেকনিক্যাল বিএম এন্ড জেনারেল কলেজের মালামাল চুুরির ঘটনা ঘটেছে।
জানাগেছে, সোমবার দিবাগত রাতের কোন এক সময় আব্দুল মাজেদ কবিরাজের বাড়ীতে ডাকাত দল প্রবেশ করে তার বাক্সে থাকা নগদ প্রায় ১ কোটি টাকা ডাকাতি করে নিয়ে গেছে। টাকা হারানোর শোকে পাগলের মতো বিলাপ বকছেন তিনি।
তিনি জানান, আমার ৩৫ বছরের কবিরাজী করা উপার্জিত টাকা সম্পূন্ন বাক্সে জমা করে রেখেছিলাম। লেখাপড়া না জানায় টাকাগুলো ব্যাংকে জমা রাখিনি। ঘটনার দিন বাড়ীতে কেউ না থাকায় এই ঘটনা ঘটেছে।
মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদি মাসুম বলেন, চুরি কিংবা ডাকাতির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে।#
Leave a Reply