[english_date]।[bangla_date]।[bangla_day]

শাজাহানপুরে মেধাবী শিক্ষার্থীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক সহায়তার চেক প্রদান।

নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ‍্যালয় ও কলেজে মেধাবী শিক্ষার্থীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

 

সোমবার সকাল ১০টায় শিক্ষার্থীদের হাতে এসব অনুদানের চেক তুলে দেন অত্র বিদ‍্যালয়ের গভর্নিং বডির সভাপতি শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন গোহাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশি মোঃ আলী ইমাম ইনোকী।

 

এসময় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, দেশের এই ক্লান্তিময় সময়ে বঙ্গবন্ধু কন‍্যা সকল শ্রেণি পেশার মানুষসহ মেধাবী শিক্ষার্থীদের সহায়ক হিসেবে সর্বক্ষণ পাশে রয়েছেন।

 

বর্তমানে করোনা কালীন সময়ে এসব শিক্ষার্থীদের শিক্ষা অনুদান হিসেবে প্রধানমন্ত্রী তহবিল থেকে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী আসিফ জিদান ও আলিজা আকতার কে ৫ হাজার টাকা করে মোট ১০ টাকা উপহার দেন।

 

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রভাষক জিনাত পাতা, ছন্দা বেগম, সিনিয়র শিক্ষক বাদশা আলম, আব্দুল মজিদ, শিক্ষার্থীদের অভিভাবক ফাতেমাতুজ জোহুরা সহ সকল শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *