নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে শরাফপুর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মাদক কারবারি হাবিবু ররহমান বিশ্বাস(৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ , সে মৃত জামির উদ্দিন বিশ্বাসের ছেলে
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই মোঃ হামিদুল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ থানার শরাফপুর ইউনিয়নের ভুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মাদক কারবারি হাবিবুর রহমান বিশ্বাস(৪৩) কে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট,২৫ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply