[english_date]।[bangla_date]।[bangla_day]

দীর্ঘ দেড় বছর পর প্রাণের ক্যাম্পাসে শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রোকনুজ্জামান রাসেল, কাজিপুর প্রতিনিধিঃ

 

দীর্ঘদিন পর ১২ সেপ্টেম্বর রবিবার সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুরে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ চোখে পড়ার মতো। বহুদিন পর প্রিয় বন্ধুদের সাথে দেখা হওয়ায় অনেকে আবেগে আপ্লুত হয়ে যায়। স্বশরীরে ক্লাস করতে পেরে শিক্ষার্থীরা অনেক খুশি। সরেজমিনে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দের মত আনন্দ লক্ষ্য করা যায়। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত রুটিন মোতাবেক প্রত্যেক শ্রেণিতে দুইটি বিষয়ে ক্লাস নেয়া হয়।

স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রবেশ করানো ও ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার । অনেক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি অনেকাংশে মানার চেষ্টা করলেও কিছু কিছু প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা করা হচ্ছে না। এমনকি মুখে মাস্কও পড়ছে না অনেক শিক্ষার্থী । এভাবে করোনা সংক্রমণের আশংকা অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিভাবকরা মনে করেন, প্রত্যেক প্রতিষ্ঠান যদি যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাহলে আমাদের সন্তানরা নিরাপদে শিক্ষাগ্রহণ করতে পারবে। এজন্য যথাযথ কর্তৃপক্ষকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে যাতে কোনভাবেই স্বাস্থবিধি লঙ্ঘিত না হয়।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনা সংক্রমণ থেকে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর সংক্রমণ পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়ানো হয়। চলতি বছরের শুরুর দিকে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এরই মধ্যে সম্প্রতি ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোও খুলে দেওয়া হতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *