নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হােসেন কয়রা উপজেলার আইনশৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা সম্মাননা পদক ২০২১ লাভ করেছেন।
৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেগুনবাগিচা ঢাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশের এই চৌকস অফিসার কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তিনি কয়রা থানায় যােগদান করে আইনশৃংখলা রক্ষার পাশাপাশি সমাজ উন্নয়নে পরিবর্তন ঘটিয়েছেন। যার ফল স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয় । তিনি ইতিপূর্বে খুলনা জেলা পুলিশের দুই বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে সম্মাননা গ্রহণ করেন । কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হােসেন মাদার তেরেসা সম্মাননা পদক ২০২১ লাভ করায় পুলিশ বিভাগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানাে হয়েছে।
Leave a Reply