[english_date]।[bangla_date]।[bangla_day]

নওগাঁ নিয়ামতপুরে চোর সন্দেহে গনপিটনিতে নিহত -১।

নিজস্ব প্রতিবেদকঃ

মো নাহিদ হাসান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁ নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের নিবোদা গ্রামে ‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে মিঠন (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ) ভোরে উপজেলার নিবোদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিঠন পোরশা উপজেলার মুর্শিদপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হারুন (৫০) এবং মায়ের নাম মন্জুয়ারা (৪৭)।

 

গ্রামবাসিরা জানান, মঙ্গলবার ভোর রাতে নিবদা গ্রামের একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে,,, উক্ত বাড়ির সদস্য বিপেন এবং রুপেন দুই ভাই মিঠন নামে এক জনকে ধরে ফেলে । পরে গ্রামবাসি সকলের গনপিটনিতে নিহত হন চোর সন্দেহের মিঠন।

 

সকালে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির খবর টি সোনার পরে ঘটনা স্থল পরিদর্শন করেন। পরে তিনি জানান, আমরা তথ্য পেয়ে সঙ্গেসঙ্গে ঘটনা স্থলে উপস্থিত হই এবং লাশ টি ময়নাতদন্তের জন্য নিয়ামতপুর থানাতে নিয়ে যাওয়া হয় । ময়নাতদন্তের শেষে সব বিষয় জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *