[english_date]।[bangla_date]।[bangla_day]

কাজিপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৭৮ হাজার টাকা অর্থদন্ড; নকল সার কারখানা জব্দ ।

নিজস্ব প্রতিবেদকঃ

আল মাহমুদ সরকার জুয়েল,কাজিপুর প্রতিনিধিঃ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এর অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, সিরাজগঞ্জ মহোদয় এর সার্বিক নির্দেশনায় কাজিপুর

উপজেলার নির্বাহি অফিসার জাহিদ হাসান সিদ্দিকী মহোদয় এর সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। ৫ ই সেপ্টেম্বর রবিবার উক্ত অভিযানে কাজিপুর উপজেলার হরিনাথপুর সকাল বাজারে ৫ টি প্রতিষ্ঠান কে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও আমদানি বিহীন পণ্য রাখার দায়ে ২৮ হাজার টাকা জরিমানা আদায় এবং সতর্ক করা হয়। এছাড়া উপ‌জেলার হরিনাথপুর গ্রামে একটি সোর্সের প্রেক্ষিতে আবাসিক বাসায় নকল সার তৈরি করার অপরাধে ঐ গ্রামের সোহরাব হোসেনের পুত্র হেলাল উদ্দিন (২৭) কে ৫০ হাজার টাকা জরিমানা, মেশিন জব্দ ও নকল সারের প্যাকেটগুলি ধ্বংস করা হয়। বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য পরিবীক্ষন করা হয়।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ক প্রচারপত্র বিলি করা হয়।

উক্ত তদারকিতে সহ‌যো‌গিতা ক‌রেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, বাজার কর্মকর্তা , উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আল মাহমুদ সরকার জুয়েল ও, জেলা পুলিশ লাইনের এর এক‌টি চৌকস টিম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *