নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তারেক জিয়ার ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির একাংশ উদ্যোগে এই আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাাপ্ত) আবুল বাশার,সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল হক উজ্জল, ইদ্রিস আলী সাকিদার,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইব্রাহীম হোসেন, মাঝিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুরুন্নবী সোনার, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহসীন আলী, সাবেক সিনিয়র যুগ্ম- আহ্বায়ক রেজাউল মোস্তফা ফরহাদ, থানা ছাত্রদলের সাবেক য়ুগ্ম আহবায়ক মাসুদ রানা, খরনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফিজার রহমান কাজল, খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এনামুল হক স্বপন, বিএনপির নেতা শামিমুল ইসলাম সবুজ, কাজী মতিন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, শহিদুল ইসলাম, তাজুল মেম্বার প্রমূখ।
Leave a Reply