[english_date]।[bangla_date]।[bangla_day]

ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দী ৮০ হাজার মানুষ।

নিজস্ব প্রতিবেদকঃ

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

 

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টায় এই তথ্য নিশ্চিত করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

 

পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলার পানি কিছুটা কমলেও এখনও বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে রয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় উলিপুর উপজেলার অনন্তপুর বাজারের কাছে বেড়িবাঁধ ছাপিয়ে গেছে পানি। এ সময় নতুন করে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র অববাহিকার উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রায় ৩ শতাধিক চরের ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

 

কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, প্রায় ২০ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও গবাদিপশুর খাদ্য সংকট প্রকট হয়ে উঠছে।

 

অন্যদিকে ধরলা ও তিস্তা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে রাজারহাট উপজেলার গতিয়াশাম, খিতাবখা, কিং ছিনাই ও সদর উপজেলার চর বড়াইবাড়িসহ ২৫টি পয়েন্টে নদীভাঙন তীব্র-রূপ নিয়েছে। গৃহহীন হয়েছে আরও শতাধিক পরিবার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *