[english_date]।[bangla_date]।[bangla_day]

চাঁপাইনবাবগঞ্জ কোটি টাকার হিরোইন সহ ০১জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদকঃ

নয়ন ঘোষ ।

 

 

কোটি টাকার হেরোইনসহ এক যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে প্রায় এক কোটি এক লাখ ৩৫ হাজার টাকা মূল্যমানের হেরোইনসহ মো. নাজিম (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

 

মঙ্গলবার (৩১ আগস্ট) দিনগত রাতে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলারমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার নাজিম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পাঁরচৌকা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। বুধবার।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জানতে পারে মেলারমোড় এলাকায় অবৈধ মাদকসহ অবস্থান করছেন মো. নাজিম। এ তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার মো. ওমর আলীর নেতৃত্বে মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টার দিকে অভিযান চালায় র‌্যাব-৫ সদস্যরা। এসময় এক কেজি ১৩৫ গ্রাম হেরোইন সহ মো নাজিমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *